আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও আইএফএস টেক্সওয়্যারের মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর


March25 Naeem/al arafah-ifs.jpg

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং আইএফএস টেক্সওয়্যার (প্রাইভেট) লিমিটেডের মধ্যে সম্প্রতি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৫ মার্চ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী এবং আইএফএস টেক্সওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ব্যাংকের পেরোল প্রিভিলেজ সার্ভিসের (এপিপিএস) বিশেষ সুবিধা পাবেন।

অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাকির হোসেন ভূইয়া, মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহফুজুল ইসলাম, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট গাজী মোস্তাফিজুর রহমান ও আইএফএস টেক্সওয়্যারের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোতাহার হোসেন ভূইয়া, চিফ কমার্শিয়াল অফিসার এস এস সাখাওয়াত হোসেন এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×