শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে পুজিবাজার কেন্দ্রিক শিক্ষা ও কর্মশালার আয়োজন


15Feb Naeem/WhatsApp Image 2025-02-27 at 17.15.07_3ffe761f.jpg

পাবলিক ও প্রাইভেট ইউনিভার্টির শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমী শিক্ষা ও সচেতনতামূলক ধারাবাহিক কর্মশালার অংশ হিসাবে আজ (২৭ ফেব্রুয়ারি) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর অধ্যাপক এবং স্কুল অব বিজনেসের ডিন সারওয়ার উদ্দিন আহমেদের নেতৃত্বে ৪০ জন শিক্ষার্থী ঢাকা ষ্টক এক্সচেঞ্জ পরিদর্শনে আসেন। 

এ সময় তাঁর সাথে ছিলেন ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাকিব হাসান সিদ্দিকী। প্রথমেই তাঁরা ডিএসই’র অফিস পরিদর্শন করেন এবং বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্ক অবহিত হন। পরে পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসই’র উপ মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান। মূল প্রবন্ধে তিনি পুঁজিবাজার সম্পর্কে প্রাথমিক ধারণা ও পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, পুঁজিবাজারের প্রবৃদ্ধি এবং বিনিয়োগ কৌশলসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, ‘আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের পুঁজিবাজার কেন্দ্রীক বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব দিবে। এই জন্য ছাত্রছাত্রীদের বিভিন্ন শিক্ষা সচেতনতামূলক কর্মশালায় অংশগ্রহণ করে নিজেদের জ্ঞানতে সমৃদ্ধ করতে হবে। এ ছাড়াও পুঁজিবাজারে বিনিয়োগ করার পূর্বে যথাযথ জ্ঞান অৰ্জন করতে হবে। বিনিয়োগকারীদের জ্ঞান বৃদ্ধির জন্য ডিএসই নিয়মিত বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকের এই অনুষ্ঠান ডিএসই’র নিয়মিত পরিচালিত বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের একটি অংশ। আর পুঁজিবাজারের টেকসই উন্নয়নের জন্য সুশাসন বৃদ্ধি করার কোন বিকল্প নেই। বর্তমানে পুঁজিবাজারের সুশাসন বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। যার ফলাফল আগামীতে দেখতে পাওয়া যাবে।’

পরবর্তীতে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় আরও উপস্থিত ছিলেন ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও সাত্বিক আহমেদ শাহ্, মহাব্যবস্থাপক (বাজার উন্নয়ন বিভাগ) ও প্রধান পরিচালন কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম এবং মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×