রোজায় পুঁজিবাজারে লেনদেন ১০টা থেকে ১টা ৪০


15Feb Naeem/stock-exchange.jpg

রোজায় দেশের পুঁজিবাজারের লেনদেনের নতুন সূচি নির্ধারণ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ডিএসই বলেছে, রোজায় সকাল ১০টা থেকে থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে; এরপর ১০ মিনিট হবে ‘পোস্ট ক্লোজিং সেশন’।

তবে ডিএসই দাপ্তরিক কার্যক্রম সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

রমজান মাস এবং ঈদ-উল-ফিতরের ছুটির পর ডিএসই অফিস ও লেনদেনসূচি স্বাভাবিক সূচিতে ফিরবে।

সাধারণ সময়ে পুঁজিবাজারের লেনদেন চলে সকাল ১০টা থেকে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকে।

আর অফিসসূচি থাকে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

রোজায় সরকারি অফিসের কাজের সময় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ২ মার্চ থেকে রোজা শুরু হতে পারে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×