কয়েকটি ব্যাংকের টিকে থাকার সম্ভাবনা খুবই কম: গভর্নর


Feb 2025/Ahsan H Monsur Governor.jpg
আহসান এইচ মনসুর

সহায়তা করার পরও কয়েকটি ব্যাংকের টিকে থাকার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করে দেয়ার পক্ষে অর্থনীতির পুনঃকৌশল নির্ধারণে গঠিত টাস্কফোর্সের সদস্য ফাহমিদা খাতুন। 
 
এদিকে, ব্যাংকগুলো যেন দুর্বল ও সবল- এমন দুইভাগে ভাগ করে প্রচার করা না হয় সেই পরামর্শ দিয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু।

এক বছরের বেশি সময় ধরে আর্থিক খাতের আলোচনার কেন্দ্রে কয়েকটি ব্যাংকের তারল্য সংকট। আর আগস্টে হাসিনা সরকার পতনের পর সামনে আসে সেগুলোর মরণদশা। এরপর আস্থা সংকটে ভুগতে থাকা ব্যাংকগুলোকে সবল করতে বিশেষ উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক।

লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করে দেয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতির পুনঃকৌশল নির্ধারণে গঠিত টাস্কফোর্সের সদস্য ড. ফাহমিদা খাতুন। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।
 
তবে, ব্যাংক বন্ধের বিপক্ষে অবস্থান ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর। পরামর্শ দেন, দুর্বল ও সবল বলে প্রতিষ্ঠানগুলোকে আলাদা না করার।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ইসলামী ও ইউসিবিএলের সংকট অনেকটা কেটেছে। তবে, সহায়তা দেয়ার পরও কয়েকটি ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই কম।

আহসান এইচ মনসুর জানান, নতুন করে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেয়ার কথা ভাবা হচ্ছে না। বরং মোবাইল ব্যাংকিং সেবাকে কীভাবে আন্তঃলেনদেন যোগ্য করা যায়, সেদিকেই বেশি মনোযোগ বাংলাদেশ ব্যাংকের।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×