স্ট্যান্ডার্ড ব্যাংকের শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির ৪৭তম সভা অনুষ্ঠিত


November 25/Standard Bank.jpg

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির ৪৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভায়র আয়োজন করা হয়। 

ব্যাংকের চেয়ারম্যান ও শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির পর্যবেক্ষক মোহাম্মদ আবদুল আজিজ এবং ব্যাংকের পরিচালক ও শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির পর্যবেক্ষক একেএম আবদুল আলীম সভায় উপস্থিত ছিলেন।

শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুহাম্মাদ সাইফুল্লাহের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য সচিব যুবাইর মোহাম্মদ এহসানুল হক, সদস্য মো. ফরিদউদ্দীন আহমদ, মোহাম্মদ মঞ্জুর-ই-এলাহী ও হাফিজ মুজতবা রিজা আহমেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. হাবিবুর রহমান উপস্থি ছিলেন। 

সভায় অন্যদের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং সিওও মো. সিদ্দিকুর রহমান এবং শরি‘আহ্ সেক্রেটারিয়েট ডিভিশনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×