
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। সকাল সাড়ে ১১টার দিকে তিনি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপস্থিত হন।
সাদিক কায়েমের সঙ্গে ছিলেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহ এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
ট্রাইব্যুনালে আসার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাদিক কায়েম বলেন, "আমরা আজ আমাদের জুলাই বিপ্লবের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত নিয়ে এসে শিক্ষার্থীদের রক্তাক্ত করেছিল, বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিস্ট মাকসুদ কামালের প্রশাসন তাদের বিরুদ্ধে আমরা সাক্ষ্য দিতে এসেছি।"
তিনি আরও জানান, "আপনারা জানেন ২০২৪ সালের ১৫ জুলাই খুনি হাসিনার নির্দেশে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামাল, বহিরাগত নিয়ে এসে আমাদের ভাইবোনদের মেরে রক্তাক্ত করেছিল।"
ডাকসু ভিপি জানান, তারা যখন হাসপাতালে যাচ্ছিলেন, তখনও যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা, খুনি হাসিনার পেটোয়া বাহিনী তাদের ওপর একাধিকবার হামলা চালায়। পরের দিন ১৬ জুলাই শহীদ মিনারে আয়োজন করা প্রোগ্রামের সময়ও হামলার শিকার হন তারা। ১৭ জুলাই গায়েবানা জানাজার সময়ও হামলা চালানো হয় এবং পরে পুরো ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়।
সাদিক কায়েম বলেন, "তো এই যে খুনি হাসিনার প্রশাসন, যাদের ইন্ধনে আমাদের ভাইবোনদের শহীদ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে আজ আমরা সাক্ষী দিতে এসেছি। তো আমরা সাক্ষ্য দেওয়ার পরে বিস্তারিত আপনাদের ব্রিফ করবো।"