
আজ লক্ষ্মীপুরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার আগমন উপলক্ষ্যে লক্ষ্মীপুরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের পক্ষে প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলা শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জামায়াত আমিরের নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। জামায়াতের আমিরের এই আগমন উপলক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন জেলা জামায়াতের নেতারা। তাদের প্রত্যাশা, জনসভায় ২ লাখের বেশি মানুষ উপস্থিত থাকবেন।
জামায়াতের আমিরের জনসভাকে সফল করতে সকাল থেকেই নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে আসতে শুরু করেছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সাধারণ ভোটাররা সভাস্থলে এসে জড়ো হচ্ছেন। জনসভায় সর্বস্তরের মানুষ যেন নির্বিঘ্নে আসতে পারেন, এ জন্য সকল ব্যবস্থা নিয়েছে জেলা জামায়াত।
জনসভায় জামায়াতের আমির ১১ দলীয় জোটের প্রার্থী ও নির্বাচন নিয়ে কথা বলবেন। পাশাপাশি ১১ দলীয় জোটের অন্যান্য নেতারাও সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশ সফল করতে জামায়াতের নিজস্ব স্বেচ্ছাসেবক টিমসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।
জনসভায় জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে সফরসঙ্গী থাকবেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাত উল্লাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি।
উল্লেখ্য, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি একই মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।