
দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আবার সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হয়েছে, যা দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে।
বৃহস্পতিবার ২৯ জানুয়ারি রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৪১ করাচির উদ্দেশ্যে যাত্রা করে। ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১১টায় করাচিতে অবতরণ করে। ফিরতি ফ্লাইট বিজি-৩৪২ করাচি থেকে ৩০ জানুয়ারি রাত ১২টা ১ মিনিটে ঢাকার পথে রওনা হয়ে ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। উদ্বোধনী এই ফ্লাইটে মোট ১৫০ জন যাত্রী ভ্রমণ করেন।
এই উপলক্ষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পর্ষদ চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার এবং বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঢাকা-করাচি রুট চালু হওয়ায় দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময় আরও গতিশীল হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এই রুটকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সরাসরি ফ্লাইট চালুকে ইতিবাচক ও দীর্ঘ প্রতীক্ষিত পদক্ষেপ বলে মন্তব্য করেন। তিনি বলেন, এই রুট চালুর ফলে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়বে এবং দুই দেশের পর্যটন খাত উপকৃত হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের দায়িত্বশীল সূত্র জানায়, শীতকালীন সূচি অনুযায়ী ২৯ জানুয়ারি থেকে প্রতি বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে করাচি এবং একই দিনে করাচি থেকে ঢাকায় ফ্লাইট পরিচালিত হবে। যাত্রী চাহিদা বাড়লে ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, সরাসরি এই আকাশপথ চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যোগাযোগের নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে।