
কৃষকের চাষাবাদ নিশ্চিত করতে নিজের অর্থে খাল কেটেছিলেন—আর সেই কাজকে ঘিরে মিথ্যা অপবাদ, মামলা ও কারাবরণ; তবু আফসোস নেই—এভাবেই কৈয়ারবিলের মানুষের পাশে দাঁড়ানোর গল্প শোনালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি বলেন, ‘আমি মন্ত্রী থাকার সময় কৈয়ারবিলের কৃষকের সুবিধার জন্য, তাদের চাষাবাদ নিশ্চিত করতে নিজের টাকায় জায়গা কিনে খাল কেটেছিলাম। এর পর থেকে এ অঞ্চলের মানুষ ফসল ফলাতে পারছেন। কিন্তু এই খাল নাকি আমি মাছ চাষের জন্য কেটেছিলাম। মিথ্যা অপবাদ দিয়ে আমার বিরুদ্ধে মামলা করেছিল। জেলও খেটেছি। এতে আমার আফসোস নেই। কারণ, আপনাদের চাষাবাদ নিশ্চিত হয়েছে, নদীর ভাঙন থেকে ঘরবাড়ি রক্ষা পেয়েছে।’
পথসভায় বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের ভাগ্যোন্নয়ন, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দেওয়া জরুরি। তিনি বলেন, বিএনপিকে নির্বাচিত করলে মানুষ দেশের পক্ষের শক্তিকে পাশে পাবে, কারণ বিএনপি এ দেশের মানুষের রাজনৈতিক দল। দলের সব পরিকল্পনা ও রাষ্ট্রচিন্তা দেশের মানুষকে কেন্দ্র করেই গড়ে উঠেছে।
তিনি আরও বলেন, আসুন সবাই মিলে সারা দেশে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করি। বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের প্রত্যাশা ও এ দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে।
উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ চকরিয়া-পেকুয়া আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার স্ত্রী হাসিনা আহমদও একবার সংসদ সদস্য ছিলেন। চলমান নির্বাচনে এই আসনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য দুই প্রার্থী হলেন জামায়াতে ইসলামীর আবদুল্লাহ আল ফারুক এবং ইসলামী আন্দোলনের ছরওয়ার আলম কুতুবী।