শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠের অনুষ্ঠানে চেয়ার বসার নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। স্থানীয়রা ও প্রশাসনের বরাত দিয়ে জানা গেছে, সকাল থেকেই বিভিন্ন দলের প্রার্থীরা অনুষ্ঠানস্থলে হাজির ছিলেন। দুপুরে অনুষ্ঠান শুরু হওয়ার মুহূর্তে মঞ্চের সামনে চেয়ার বসার নিয়ে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে দুই পক্ষের নেতাকর্মীরা ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হন এবং মঞ্চের সামনে রাখা কয়েকশ চেয়ার ভাঙচুর হয়। এ সময় অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে অনেককে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জামায়াতের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল অভিযোগ করেন, “পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি ও তাদের সমর্থকরা আমাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।”












