
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় দীর্ঘদিনের বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের আগে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দুজন হলেন—নয়ন (৪০) ও ছালে আহম্মদ (৫০)। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল ৪টা পর্যন্ত ওই এলাকায় দফায় দফায় উত্তেজনা ও সংঘর্ষ চলছিল।
এলাকাবাসী জানান, নাঙ্গলকোট উপজেলার আলিয়ারা গ্রামে ছালেহ আহম্মদ গ্রুপ ও সুরোজ মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। সম্প্রতি সুরোজ মিয়ার ছেলে আলাউদ্দিন মেম্বারকে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। সর্বশেষ শুক্রবার জুমার নামাজের আগে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিতে দুইজন নিহত হন এবং অন্তত ৮ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।’