
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ওমর বিন হাদিকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে থাকা সব ধরনের কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বেলা ২টা ২০ মিনিটে রাজধানীর পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। এ সময় তিনি মাথা ও ডান কানের নিচের অংশে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।