
ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের সঙ্গে চলমান জোট থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে। দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানিয়েছেন, জামায়াত ইসলামের মূল পথ থেকে সরে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, "খ্রিস্টান সম্প্রদায়ের সাথে বৈঠকে জামায়াত প্রচলিত আইনে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু ইসলামী আন্দোলনের লক্ষ্য দেশের শাসন শরিয়াহ অনুযায়ী বাস্তবায়ন করা। ফলে এটি আমাদের নীতির সঙ্গে সাংঘর্ষিক।"
তিনি আরও বলেন, "জামায়াত আমির তারেক রহমান জাতীয় সরকার গঠনের কথাও বলছেন। এর অর্থ তারা সমঝোতার নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। দীর্ঘ সময়ের পর দেশের মানুষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আশা রাখছিল, কিন্তু তা পূরণ হবে বলে মনে হচ্ছে না।"
ভোটব্যাংক ইস্যু এবং দলের নেতাদের মধ্যে চলা কটাক্ষকেও জোট ভাঙার কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, "গত ৯ ডিসেম্বর জামায়াতের আমির ও চরমোনাই পীর একান্তে আলোচনা করেছেন। ওই আলোচনায় প্রথম আলোর জরিপের ফল তুলে ধরে বলা হয় ইসলামী আন্দোলনের ভোট ‘জিরো দশমিক সামথিং’। এটি আমাদের পীর সাহেবের সরাসরি অপমানের সমতুল্য। এই ঘটনার পর থেকেই আমরা বিকল্প পথ ভাবা শুরু করেছি।"
গাজী আতাউর রহমান বলেন, "যারা ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাইবে, তাদের সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে।"
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতের নেতৃত্বাধীন জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে না। দলটি এককভাবে ২৬৮টি আসনে হাতপাখা প্রতীকের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।