
রাজধানীর উত্তরা এলাকা থেকে বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের সাবেক ছাত্রনেতা মঈন তুষারকে পুলিশ আটক করেছে। মঈন তুষার কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি ছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতের দিকে উত্তরা আধুনিক হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, রাতে হাসপাতালের সামনের এলাকায় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে স্থানীয়রা এক ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিক পরিচয় শনাক্তের পর তাকে থানায় নেওয়া হয়।
ওসি মো. রফিক আহমেদ বলেন, "অটক ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে কোনো পূর্বের মামলা বা অভিযোগ আছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক হাসপাতালের সামনে এক ব্যক্তিকে ধরে পুলিশে হস্তান্তর করছে। ভিডিওটি দ্রুত জনদৃষ্টি আকর্ষণ করে।
জানা গেছে, মঈন তুষার আগে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। এছাড়া তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। রাজনৈতিক অঙ্গনে তিনি বরিশাল সিটি করপোরেশনের প্রয়াত মেয়র শওকত হোসেন হিরনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মঈন তুষারের আটক বরিশালের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।