
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ভোটের আগে ও পরে কয়েকদিন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো সম্পূর্ণভাবে সিল করে রাখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়ে বলেন, নির্বাচনের সময় রোহিঙ্গারা যেন কোনোভাবেই মিছিল-মিটিং বা রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হতে না পারে এবং কেউ যেন তাদের অপরাধমূলক কাজে ব্যবহার করতে না পারে এটি নিশ্চিত করতে হবে।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেলের আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যর্থ হলে এর পরিণতি সবাইকে ভোগ করতে হতে পারে।
নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হবে জানিয়ে তিনি বলেন, এ অভিযানের মূল লক্ষ্য হবে তিনটি—অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং নির্বাচনী আচরণবিধির বড় ধরনের লঙ্ঘন হলে তা মোকাবিলা করা।
তিনি আরও বলেন, লোক দেখানো বা ঢিলেঢালা কোনো নির্বাচন হবে না। এই নির্বাচনে অনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ দেওয়া হবে না। কেউ অসন্তুষ্ট হলে তাকে আইনের আশ্রয় নিতে হবে, বলপ্রয়োগের কোনো স্থান নেই।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় কক্সবাজারে কর্মরত বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।