
বরগুনার পাথরঘাটায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার জালাল আদালতে জামিনের জন্য ঘুষ দিতে গিয়ে আটক হয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
বরগুনা জেলা পুলিশ সুপার কুদরত-ই-খুদাকে বিষয়টি অবহিত করা হলে, তার অনুরোধে এবং বিভাগীয় মামলার শর্তে শাহরিয়ার জালালকে রাতেই পাথরঘাটা থানার অফিসার ইনচার্জের মাধ্যমে মুশলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।
আদালতের প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ খাস কামরায় অবস্থানকালে শাহরিয়ার জালাল অনুমতি নিয়ে প্রবেশ করেন। সালাম বিনিময় শেষে তিনি সি আর ৭৮০/২৩ নং মামলার কাগজ দেখিয়ে আসামি মো. রাজু মিয়ারের জামিনের সুপারিশ করেন।
এসআই জানান, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং তাঁকে জামিন দিয়ে একটি রিকল করার ব্যবস্থা করতে চান। ম্যাজিস্ট্রেট বেআইনি এই তদবিরে বিব্রত বোধ করলে, কার্য অসদাচরণ এবং ফৌজদারি অপরাধ হিসেবে আদালতে উপস্থিত কোর্ট পুলিশ, সিএসআই, জিআরও ও সহকারী কর্মচারীদের সামনে শাহরিয়ারকে আটক করা হয়।
পরবর্তীতে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল বরগুনা জেলা পুলিশ সুপারকে অবহিত করলে, তিনি বিভাগীয় মামলার আশ্বাস দিয়ে রাতেই এসআইকে মুশলেখার মাধ্যমে ছেড়ে দেন।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মংচিনলা বলেন, “এটি ম্যাজিস্ট্রেট এবং এসআই শাহরিয়ার জালালের বিষয়। বিচারক অর্ডার সীটে যা সিদ্ধান্ত নেবেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি এ বিষয়ে তার বেশি কিছু বলতে পারছি না।”