
ভোটের রায় পেলে উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে এলাকার সার্বিক অগ্রগতিই হবে তাঁর প্রধান লক্ষ্য।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল জানান, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ জন্য তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, জনগণের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হতে পারলে ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশের উন্নতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে কাজ করা হবে। পাশাপাশি সামাজিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
এ সময় এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, অতীতের মতো এবারও যেন তাঁকে সমর্থন দেওয়া হয় এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করা হয়। তিনি বলেন, “আপনারা আমাকে যেভাবে আগে পাশে ছিলেন, এবারও সেভাবেই পাশে থাকার অনুরোধ করছি।”