
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে বিএনপির প্রার্থীর পক্ষে সমাবেশ করায় এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের মধ্য চর রমনী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে সমাবেশ আয়োজন করা হয়। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আব্দুর রহিম নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ নাহিদ শেখ সুমন।
নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, তফসিল ঘোষণার পর এখন কোনো প্রার্থী বা তার সমর্থক কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল বা শোভাযাত্রা করতে পারবেন না। এখন এ ধরনের কর্মসূচি পালন করা হলে তা সরাসরি আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ নাহিদ শেখ সুমন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে আরও কেউ আচরণবিধি অমান্য করলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।