
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা, সাংবাদিক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের প্রায় ২২ লাখ অনুসারীর ভেরিফায়েড পেজটি সম্প্রতি সরিয়ে দিয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত থেকে তার ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
ইলিয়াস হোসেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতার বিষয়ে উত্তেজনামূলক আলোচনা করছেন, তার পেজটি তুলে নেওয়ার ঘটনার পর থেকেই জনমনে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। এই সহিংসতায় বাংলাদেশের দুটি শীর্ষ দৈনিক- প্রথম আলো এবং ডেইলি স্টার, পাশাপাশি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও উদীচীর উপর হামলা ও ভাঙচুর চালানো হয়।
বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজে একাধিক উস্কানিমূলক পোস্ট দেন বলে অভিযোগ ওঠে। ওই সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতা ও উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছিল। এরপর ১৯ ডিসেম্বর শুক্রবার রাত থেকে তার পেজটি আর দেখা যাচ্ছে না।
এ বিষয়ে মেটার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী, সহিংসতা উসকে দেওয়া, ঘৃণামূলক বক্তব্য অথবা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কনটেন্ট থাকলে সেই পেজ বা কন্টেন্ট সরিয়ে নেওয়া হয়।
ফেসবুক পেজটি সরিয়ে নেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে থাকলেও, কিছু ব্যক্তি এর বিরুদ্ধে প্রতিবাদও জানিয়েছেন।