.png)
লক্ষ্মীপুরে রামগঞ্জে একটি বেসরকারি টিভি চ্যানেলের নির্বাচনী অনুষ্ঠানে একজন সাধারণ শিক্ষার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারীকে প্রশ্ন করা নিয়ে ইসলামী আন্দোলন ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রামগঞ্জ সরকারী কলেজ এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নিয়ে স্টার নিউজের প্রোগ্রাম চলছিল। এ সময় এক সাধারণ শিক্ষার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারীকে প্রশ্ন করায় বিক্ষুব্ধ হয়ে উঠে ইসলামি আন্দোলনের সমর্থকরা। এ নিয়ে বিএনপি ও ইসলামী আন্দোলনের সমর্থকদের সাথে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
এই ঘটনায় একে অপরকে দায়ী করছেন উভয় প্রার্থীর লোকজন। তবে এ বিষয়ে কোন কথা বলতে কোনো প্রার্থী রাজি হয়নি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কেউ এখনো থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।