.png)
ফ্যাস্টিট পালিয়েছে ঠিকই, কিন্তু তাদের ষড়যন্ত্র বন্ধ হয়নি, থেমে থাকেনি ষড়যন্ত্র, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশ-বিদেশে বসে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বা ষড়যন্ত্র করছে একটি চক্র। কারা তাদের ইন্ধন দিচ্ছে, তাদের খোঁজ বের করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবসে লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় বিজয় চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে তিনি বক্তব্যে আরও বলেন, যারা খুবই বেশি অপরাধ করছে বা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, এই ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার পিছনে কারা ইন্ধন দিচ্ছে, ওইসব সন্ত্রাসীদের কারা শেল্টার দিচ্ছে, কারা নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করতে একের পর ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের খুঁজে বের করতে হবে, তাদের ছাড় দেয়া যাবেনা।
তিনি বলেন, ৫ আগস্টের পর দেশব্যাপী থানা, উপজেলাসহ বিভিন্ন স্থানে যেভাবে পাহারা দেওয়া হয়েছে। ঠিক একইভাবে এবার নির্বাচনও পাহারা দেওয়া হবে। প্রত্যেকটি কেন্দ্র পাহারা থাকবে। যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। সেজন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। কারণ সামনে দীর্ঘ প্রতীক্ষার যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনকে সুন্দর, অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ণভাবে করতে সরকার বা কোনো দলের একার পক্ষে সম্ভব নয় বা দায়িত্ব নয়। এটা শান্তিপূর্ণ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
একটি সুন্দর নির্বাচনের উল্লেখ করে তিনি বলেন, আমাদের যে লক্ষ্য, সেই জায়গা পৌঁছাতে হবে, আর সেটা বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে। দেশবাসীর যে আশা-ভরসা, বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন দেখা, সে সুন্দর নির্বাচন উপহার দেয়া এখন সবার দায়িত্ব হয়ে পড়েছে। সে লক্ষ্য কাজ করতে হবে।
জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে এ্যানি আরও বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে খাল খনন করার মধ্যে দিয়ে এই দেশের গণমানুষের নেতা হয়েছেন, গ্রামের নেতা হয়েছেন। এই কারণে বিএনপিকে গণমানুষের দল বলা হয়। বাংলাদেশ নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখতেন, সেটা বাস্তবায়ন করাই এখন বিএনপির মূল লক্ষ্য। আজকের বেগম জিয়া একদিনে আপোষহীন হননি, একদিনে নেত্রী হননি ও একদিনে দেশনেত্রী হননি। এর পিছনে অনেক ত্যাগ রয়েছে। খালেদা জিয়া বেঁচে থাকা মানে, বাংলাদেশের গণতন্ত্রের ভীত শক্তিশালী থাকা, গণতন্ত্র শক্তিশালী হওয়া।
গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার গুরুত্ব এবং ভূমিকা সম্পর্কে তিনি বলেন, খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা, তিনি বিএনপির মনোবল ও সাহস। বেগম খালেদা জিয়া আমাদের পাশে আছেন, এটা আমাদের শক্তি। সে শক্তি ও মনোবল নিয়ে মাঠে কাজ করছি। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী এ্যাপি, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, স্বেচ্ছাসেবকদলের সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ আরো অনেকেই।