
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধ এবং লালদিয়া চর-পানগাঁও ইজারা চুক্তি বাতিলের দাবিতে নগরে শ্রমিক জনসভা ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় সাগরিকা শিল্পাঞ্চলে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এ কর্মসূচির আয়োজন করে।
শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ও বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সভাপতিত্বে এবং টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন টিইউসি চট্টগ্রাম জেলা সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, টিইউসি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মছিউদ দৌলা, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, বিএফটিইউসি চট্টগ্রাম বিভাগের সভাপতি কাজী আনোয়ারুল হক হুনি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা হেলাল উদ্দিন কবির, বিএলএফের সাধারণ সম্পাদক আবু আহমেদ মিয়া, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন শাহীন, ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম ও বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খোকন।
সমাবেশে তপন দত্ত বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি, তাই এই বন্দরের বিষয়ে কোনো ষড়যন্ত্রই মেনে নেওয়া হবে না। তার দাবি, অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো আইনগত বা নৈতিক ভিত্তি নেই। বিদেশি প্রতিষ্ঠানের হাতে বন্দরের স্থাপনা তুলে দিলে “জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে” বলেও তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, ডিসেম্বর বাঙালি জাতির গৌরবের মাস। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর এই মাসেই অর্জিত হয়েছে স্বাধীনতার বিজয়। অথচ এই বিজয়ের মাসেই ইজারা বাতিলের দাবিতে ঢাকায় শ্রমিকের রক্ত ঝরিয়েছে সরকার- এ অভিযোগ তুলে তিনি হুঁশিয়ারি দেন, এর প্রতিদান “কড়ায়-গণ্ডায় ফেরত দেওয়া হবে।”
সমাবেশ থেকে ঘোষণা করা হয়, আগামী ১০ ডিসেম্বর দেওয়ানহাট মোড় থেকে বন্দরমুখী লাল পতাকা গণমিছিল অনুষ্ঠিত হবে।