
কিশোরগঞ্জের ভৈরবে সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চাচা-ভাতিজা এবং ১০ জন শিক্ষার্থীসহ মোট ১৯ জন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লুন্দিয়া চরপাড়া মেঘনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
আহতদের নামের মধ্যে রয়েছেন- জয়ধর মিয়ারের ছেলে হারুন মিয়া (৪০), বাতেন মিয়ারের ছেলে সোহাগ মিয়া (১০), আঙ্গুর মিয়ারের ছেলে ওয়াসিবুল (১০), তৌহিদ মিয়ারের ছেলে সামিউল (৯), মৃত জাহাঙ্গীর মিয়ারের ছেলে আল আমিন (৮), এরশাদ মিয়ারের ছেলে শুভ (৮), উজ্জল মিয়ারের ছেলে নিরব (১৫), জিয়া রহমানের ছেলে রাহাত(১২), মনসুর মিয়ারের ছেলে ফাহিম (১০), রতন মিয়ারের ছেলে আমিন (১০), জব্বার মিয়ারের ছেলে হেকিম মিয়া (৫৫), আসাদুল্লাহর ছেলে সেরাজুল (১০), খালেক মিয়ারের ছেলে ছিদ্দিক মিয়া (৫৮), আ. মালেকের ছেলে মোর্শিদ মিয়া (৫৫) এবং মৃত মোমতাজ মেম্বারের ছেলে নাছির মিয়া (৪০)।
আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে শিশু শিক্ষার্থী সামিউল, রাহাত, নিরব, বাকপ্রতিবন্ধী আ. হেকিম (৫৫) এবং হারুন মিয়াকে।
স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের কারণে এলাকা দগ্ধদের সঙ্কটজনক চিত্রে পরিণত হয়েছে এবং জরুরি চিকিৎসার জন্য সবাইকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে।