
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার পরিবারের নামে থাকা বিপুল অঙ্কের ব্যাংক হিসাব সাময়িকভাবে স্থগিত করেছেন আদালত। মোট ২১টি হিসাব অবরুদ্ধ হওয়ায় প্রায় ১০ কোটি ৩৮ লাখ ৪ হাজার ৭৯৫ টাকার লেনদেন বন্ধ হয়ে গেছে।
সোমবার দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ফেরদৌস রহমান ব্যাংক হিসাবগুলো স্থগিতের আবেদন করেন। আবেদনে তিনি জানান, এখন পর্যন্ত তাপস, তার দুই সন্তান শেখ ফজলে নাশওয়ান ও শেখ ফজলে নাওয়ার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে ২১টি ব্যাংক হিসাব শনাক্ত করা গেছে। সব সম্পদ এখনও পূর্ণাঙ্গভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তাই এ সকল অস্থাবর সম্পদ যাতে হস্তান্তর, স্থানান্তর বা বেহাত না হয়, সে লক্ষ্যে হিসাবগুলো অবরুদ্ধ করা জরুরি বলে উল্লেখ করা হয়েছে।