পটুয়াখালীর দুমকিতে পাওনা টাকা আদায় করতে এক কৃষকের গরু নিয়ে যাওয়ার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন মুরাদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জলিল প্যাদা।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ মুরাদিয়া গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, কৃষক আব্দুল বারেক মজুমদারের দুটি গরু জলিল প্যাদা নিয়ে যান। পরে বারেক বিষয়টি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানকে জানান।
পঞ্চায়েত বাজারে চেয়ারম্যান ফোরকান এবং সাবেক ইউপি সদস্য রেজারের উপস্থিতিতে একটি বৈঠক বসে। বৈঠকে জলিল প্যাদা দাবি করেন, বারেকের ছেলের কাছে তার ভাই টাকা পাবেন। সেই পাওনা আদায় করতে গরু দুটি নেওয়া হয়েছে। তিনি জানান, বিষয়টি নিয়ে আদালতে একটি মামলা রয়েছে।
কৃষক বারেক মজুমদার বলেন, “আমাকে অসহায় মনে দেখে গরু দুটি নিয়ে গেছে। ছেলের বিরুদ্ধে পাওনা দেখিয়ে আমার সম্পদ নেওয়ার কোনো নিয়ম নেই।”
জলিল প্যাদা গরু নেওয়ার বিষয়টি স্বীকার করলেও বৈঠকে কোনো প্রমাণ বা কাগজপত্র উপস্থাপন করতে পারেননি বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান। তিনি বলেন, “পাওনার কথা বললেও কোনো প্রমাণ দেখানো হয়নি।”
দুমকি থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানিয়েছেন, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”