
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির পক্ষে মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮নভেম্বর) বিকেলে পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে মিছিল শেষ হয়।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক। এছাড়া তিনি লক্ষ্মীপুর-৩ আসনে সাবেক দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।
পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে মিছিল উপস্থিত ছিলেন, সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, স্বেচ্ছাসেবকদলের সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপণ, সাধারণ সম্পাদক হারনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা বলেন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি শুধু লক্ষ্মীপুরের সম্পদ নয়, তিনি জাতীয় সম্পদ। আগমী দিনে নির্বাচিত হলে তিনি মন্ত্রী হবেন। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এ্যানি চৌধুরীকে নির্বাচিত করার আহ্বান জানান তারা।