
সিলেটে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে নগরীর আম্বরখানাস্থ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কার্যালয়ে পুলিশ হঠাৎ অভিযান চালিয়ে ২২ নেতাকর্মীকে আটক করেছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে অভিযান চালানো হয় এবং তাদের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাটারিচালিত রিকশার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে শনিবার দুপুরে চৌহাট্টা থেকে ‘ভূখা মিছিল’ কর্মসূচি আয়োজন করা হয়েছিল। তবে শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে পুলিশ এই কর্মসূচির অনুমতি না দিয়ে তা স্থগিত করার নির্দেশ দেয়।
শনিবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় রিকশা শ্রমিকরা কর্মসূচিতে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বাসদের অফিসে অবস্থানরত নেতাকর্মীদের লক্ষ্য করে পুলিশ হঠাৎ অভিযান চালিয়ে সবাইকে আটক করে থানায় নিয়ে যায়।
বাসদ সিলেট জেলা সভাপতি আবু জাফর জানান, “আমাদের পক্ষ থেকে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সকালেও কার্যালয়ে কোনো মিছিল বা সমাবেশ হয়নি, কেবল পাঠচক্র চলছিল। কোনো উসকানি ছাড়াই পুলিশ নেতাকর্মীদের আটক করেছে।”
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “নিষেধাজ্ঞা সত্ত্বেও শনিবার রিকশা শ্রমিকরা নগরীতে কর্মসূচি চালানোর চেষ্টা করেছিল। ওই কর্মসূচির সঙ্গে জড়িত থাকার সন্দেহে ২২ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে অভিযোগ প্রমাণিত হলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।”
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।