
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন এবং দেশপ্রেমের এক প্রতীকী মুহূর্তে জুতা খুলে বাংলাদেশের মাটি স্পর্শ করেছেন।
তিনি বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট বিজি-২০২)ে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে ১২টায় অবতরণ করেন। বিমানবন্দরে তারেক রহমানকে বিএনপির সিনিয়র নেতারা স্বাগত জানান। তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু তাকে গোলাপফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানান।
এর আগে সকালেই তারেক রহমানের বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে প্রায় এক ঘণ্টার বিশ্রামের পর তিনি ঢাকায় ফেরার জন্য যাত্রা শুরু করেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। একই ফ্লাইটে দলের প্রায় ৫০ জন নেতাকর্মীও দেশে ফিরেছেন।
তারেক রহমানের আগমনের কারণে বিমানবন্দর ও আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। ঢাকায় কুড়িল বিশ্বরোড মোড় থেকে পূর্বাচলমুখী সড়কের ওপর ৪৮ ফুট বাই ৩৬ ফুট বিশাল মঞ্চ স্থাপন করা হয়েছে, যেখানে ইতোমধ্যেই নেতাকর্মীদের ভিড় জমেছে।