ময়মনসিংহে অটোরিকশা-পিকআপ ভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত


ময়মনসিংহে অটোরিকশা-পিকআপ ভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার রাজিবপুর ইউনিয়নের হরিপুর বেপারী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উচাখিলা ইউনিয়নের চর আলগী গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে এবাদুল হক (৫৫) ও তার স্ত্রী সাজেদা খাতুন (৪৫)। আহতরা হলেন, অটোরিকশাচালক বাদল মিয়া (৪০) এবং নিহতের নাতি নাঈম (৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি অটোরিকশা ময়মনসিংহের ত্রিশাল থেকে উচাখিলার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি পথে রাজিবপুর ইউনিয়নের হরিপুর বেপারী পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবোঝাই পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এবাদুল হকের মৃত্যু হয়। তার স্ত্রী সাজেদা খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে নিহত এবাদুল হকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×