ইমো প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার


ইমো প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নাটোরের লালপুরে অনলাইন হ্যাকিং ও প্রতারণায় জড়িত একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলে। অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন, সিমকার্ড, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পানসিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দূড়দুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের ছেলে সাইফুল ইসলাম তুহিন (২২), পানসিপাড়া গ্রামের সোলেমান প্রামানিকের ছেলে নাজমুল আলী (২০) এবং বাচ্চু মণ্ডলের ছেলে আ. আল বায়েজিদ (২০)।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ছয়টি স্মার্টফোন, চারটি বাটন ফোন, ২৩টি সিম কার্ড, ১৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মোবাইলে প্রতারণা এবং হ্যাকিংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

তিনি আরও বলেন, “হ্যাকিং প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। প্রতারণা এবং হ্যাকিং প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলুন।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×