সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৭২৬


সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৭২৬

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানায়।

এতে বলা হয়, যাদের গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৮৫জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৪১ জন রয়েছে।

এ সময় দুইটি বিদেশি পিস্তল, একটি একনলা পাইপগান, দু’টি এলজি, একটি ম্যাগজিন, চার রাউন্ড কার্তুজ, চারটি ছুরি, একটি চাপাতি ও একটি কুড়াল জব্দ করা হয়েছে।  

সূত্র: বাসস

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×