কর্ণফুলী টানেলে চলছে রক্ষণাবেক্ষণ, রাতে যান চলাচল নিয়ন্ত্রিত


কর্ণফুলী টানেলে চলছে রক্ষণাবেক্ষণ, রাতে যান চলাচল নিয়ন্ত্রিত

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে আগামী ছয় দিন রাতের নির্দিষ্ট সময়ে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবের একদিকে যান চলাচল সীমিত করা হবে। এ সময় টানেলের উভয় প্রান্তে যানবাহনকে সাময়িকভাবে অপেক্ষা করতে হতে পারে—যার সময়সীমা সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত হতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কর্ণফুলী টানেলের নিরাপত্তা ও সুষ্ঠু রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে এই নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রী ও চালকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সেতু কর্তৃপক্ষ সবার সহযোগিতা, ধৈর্য ও সহমর্মিতা কামনা করেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×