
টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল চালানো অবস্থায় নিয়ন্ত্রণ হারানোর ফলে দুই তরুণ নিহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের জলই-টেলকি মাঝামাঝি, বিমান ঘাঁটির সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাকিব (২৬) ভোলার বোরহান উদ্দিন উপজেলার দক্ষিণ চর এলাকার তসলিম উদ্দিনের ছেলে এবং ইয়াছিন (৩২) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া পশ্চিমপাড়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে।
নিহতদের বন্ধু মাহফুজ জানান, “আমরা কয়েকজন বন্ধু মিলে ৩টি মোটরসাইকেলে রসুলপুর বানারপাড় এলাকায় ঘুরতে গিয়েছিলাম। ফেরার পথে জলই পৌঁছানোর পর হঠাৎ রাকিবের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। কিছু বুঝে ওঠার আগেই রাস্তার পাশে থাকা পিলারের সঙ্গে ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে যায়।”
অন্য বন্ধু মোমিনুর বলেন, “আমরা সামনের দিকে ছিলাম। পেছনের মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। শব্দ শুনে আমরা ছুটে আসি। দৌড়ে গিয়ে দেখি দুজনই নিস্তেজ হয়ে পড়ে আছে। মানতে পারছি না।”
অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, “নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।”
মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ বলেন, “আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”