
কুষ্টিয়ার জামায়াতে ইসলামী জেলা আমির অধ্যাপক আবুল হাশেম এক নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটে।
সোমবার (১৯ জানুয়ারি) প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যের এক পর্যায়ে তিনি হঠাৎ লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রাথমিকভাবে তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা ধারণা করছেন, হৃদরোগের কারণে তার মৃত্যু ঘটেছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এর আগে, কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া, আমির হামজার বিরুদ্ধে একাধিক মানহানির মামলা রয়েছে।