
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তির প্রাণহানি হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানায়, শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফটিকছড়ির লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের দীঘির পাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন (৩৮)। তিনি লেলাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বশরত আলী মিস্ত্রি বাড়ির মো. ইউসুফের ছেলে। একই ঘটনায় নাছির নামে আরেকজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তিনিও ওই এলাকার বাসিন্দা। আহত নাছিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় জামাল ও নাছির ইসলামিয়া বাজার থেকে ফিরে দীঘির পাড় এলাকায় দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জামালের মৃত্যু হয়। অপর আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
এ বিষয়ে চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ বলেন, ‘তার (জামাল) বাড়ির কাছের রাস্তার ওপর দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা বলছেন, মোটরসাইকেলে করে এসে সন্ত্রাসীরা জামাল ও নাছিরকে গুলি করে।’
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।