
ইরানজুড়ে চলমান বিক্ষোভ নতুন করে সহিংসতায় রূপ নিয়েছে। পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে আন্দোলন দমনে মোতায়েন থাকা বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আট সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ওই শহরেই এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি। খবরটি প্রকাশিত হয় শুক্রবার (০৯ জানুয়ারি)।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আল জাজিরা জানায়, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত মাস থেকে ইরানজুড়ে বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে। ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে শুরু হওয়া এই আন্দোলনের পেছনে মূল কারণ ছিল ইরানি মুদ্রা রিয়ালের তীব্র অবমূল্যায়ন এবং অবনতিশীল অর্থনৈতিক পরিস্থিতি। অল্প সময়ের মধ্যেই তা দেশের বিভিন্ন শহরে বিস্তৃত হয়।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানায়, দেশব্যাপী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন। শুক্রবার (০৯ জানুয়ারি) দেওয়া সংস্থাটির তথ্য অনুযায়ী, তীব্র অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন টানা ১৩ দিন ধরে চলছে।
এইচআরএএনএর হিসাব বলছে, ৩১টি প্রদেশের ১১১টি শহরের অন্তত ৩০০ স্থানে বিক্ষোভ হয়েছে। রাস্তায় মিছিলের পাশাপাশি শ্রমিক ধর্মঘট ও বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কর্মসূচিও আন্দোলনের অংশ। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও অন্তত ১৭টি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি চলেছে।
সংস্থাটি আরও জানায়, এ পর্যন্ত ২ হাজার ২০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫১ জন, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর ছোড়া পেলেট বা প্লাস্টিক বুলেটে জখম হয়েছেন। পশ্চিম ইরানের মালেকশাহি শহরেই কমপক্ষে ৩০ জন আহত হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে।