সাবেক এমপি দবিরুলের ৩০ বিঘা জমি ক্রোক, ১ কোটি ১১ লাখ টাকা অবরুদ্ধ


সাবেক এমপি দবিরুলের ৩০ বিঘা জমি ক্রোক, ১ কোটি ১১ লাখ টাকা অবরুদ্ধ

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. দবিরুল ইসলামের নামে থাকা প্রায় ৩০ বিঘা জমি ক্রোক এবং বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে ঠাকুরগাঁওয়ের সিনিয়র স্পেশাল জজ আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর রবিবার বিকেলে বিচারক মো. জামাল হোসেন এই আদেশ দেন।

দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে দবিরুল ইসলামের নামে থাকা ১৩টি দলিলের অধীনে মোট ৩০ বিঘার মতো জমি ক্রোক করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা মোট ১ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকাও অবরুদ্ধ করা হয়েছে। তদন্ত চলাকালে এসব সম্পত্তি বিক্রি, হস্তান্তর বা টাকা স্থানান্তর করা যাবে না।

দুদক কর্মকর্তা আজমির শরিফ মারজী বলেন, “আমাদের প্রাথমিক তদন্তে দেখা গেছে, সাবেক এমপি দবিরুল ইসলামের আয়-ব্যয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য নেই। তাই আমরা আদালতে আবেদন করি। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।”

উল্লেখ্য, মো. দবিরুল ইসলাম দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ছিলেন এবং তিনি আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ হিসেবে একাধিকবার জাতীয় সংসদে নির্বাচিত হন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×