মাদারীপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২


মাদারীপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর রাকিব মাদবর হত্যা মামলায় ঢাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। দিনের আলোয় জনসম্মুখে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড ও নারায়ণগঞ্জের খানপুর এলাকায় অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শিবচরের পূর্ব কাকৈর (চর শ্যামাই) গ্রামের নুর আফজাল ওরফে রানা সরদার এবং একই উপজেলার কেরানীবাট গ্রামের সিয়াম সরদার।

হত্যাকাণ্ডের শিকার রাকিব মাদবর শিবচরের শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের বাসিন্দা। তিনি বরহামগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন এবং কলেজ ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বর রাতের দিকে শিবচর পৌর বাজারের ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে দাঁড়িয়ে ছিলেন রাকিব। এ সময় পূর্ব শত্রুতা ও ক্ষমতা দখলের দ্বন্দ্বের জেরে একদল হামলাকারী তার ওপর চাইনিজ কুড়াল নিয়ে হামলে পড়ে এবং এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এই নৃশংস ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরদিন, ১৫ সেপ্টেম্বর নিহতের মা পারুল আক্তার শিবচর থানায় ২২ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ৫ থেকে ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে শুক্রবার দুই স্থানে অভিযান চালিয়ে প্রধান দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার পেছনের বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল। স্থানীয় চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সরদারের পরিবারের সঙ্গে রাকিবের পরিবারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। চলতি বছরের ৬ মে দুই পক্ষের সংঘর্ষে আবুল কালামের ছেলে ইবনে সামাদ নিহত হন। সেই মামলায় কারাভোগ শেষে সম্প্রতি রাকিব এলাকায় ফিরে আসেন।

এই ঘটনার মাত্র একদিন পর, ১৫ সেপ্টেম্বর রাতে, আবারও ইউসিবি ব্যাংকের সামনেই রাকিবকে অস্ত্রধারী একদল প্রকাশ্যে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এরপর ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×