সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ


সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ

সাতক্ষীরার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চালানো এক চৌকস অভিযানে উদ্ধার হয়েছে ৩০ হাজার মার্কিন ডলার। পাচারকারীরা টাকা ফেলে পালালেও ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত অর্থের বাংলাদেশি মূল্য প্রায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।

বুধবার রাতের এ অভিযানে অংশ নেয় সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) মাদরা বিওপির অধীনস্থ একটি বিশেষ টহল দল। গোপন তথ্যের ভিত্তিতে তারা সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ নম্বর আরবির মধ্যবর্তী এলাকায় অবস্থান নেয়, যা তেতুলতলা নামক স্থানে অবস্থিত এবং বাংলাদেশের ভেতরে আনুমানিক ২৫০ গজের মধ্যে পড়ে।

অভিযানের সময় টহল দলটি দেখতে পায়, এক ব্যক্তি সীমান্তের দিকে অগ্রসর হচ্ছেন। সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তাকে ধাওয়া করলে তিনি হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালানো হলে তিন বান্ডিল ১০০ ডলারের নোট পাওয়া যায়, যার মোট পরিমাণ ৩০ হাজার মার্কিন ডলার।

বিজিবি জানায়, "উদ্ধারকৃত ডলার কোর্টের আদেশ অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।"

পাচারের এই প্রচেষ্টা ভেস্তে গেলেও এখনো চিহ্নিত হয়নি কারা এর সঙ্গে জড়িত ছিল বা কোথা থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছিল। বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজিবি সদর দপ্তর জানিয়েছে, "সীমান্তে মাদক ও অর্থপাচার রোধে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×