অনিয়মের অভিযোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে দুদকের অভিযান
- রাঙ্গামাটি প্রতিনিধি
- প্রকাশঃ ০২:৪৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫

নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক জাহেদ কামালের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বিভিন্ন নথি পর্যালোচনা করা হয। অভিযানকারী দলের চাহিদা মোতাবেক সকল নথি দেখাতে পারেনি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। একইসাথে বিভিন্ন দাফতরিক নথি আগামী বৃহস্পতিবারের মধ্যে দুদক অফিসে জমা দেয়ার জন্য নির্দেশ দেয় দুদক কর্মকর্তা।
টেন্ডারবাজি, ঘুস গ্রহণ, চাঁদার জন্য বিল আটকে রাখা, কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত অফিস না করার অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান দুদক কর্মকর্তরা। অভিযানে অভিযোগের সত্যতাও পাওয়া যায়। অভিযানের সময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদাুরসহ বেশীরভাগ কর্মকর্তা -কর্মচারী অনুপস্থিত ছিলেন।
দুদক উপ পরিচালক জাহিদ কামাল বলেন, কর্মকর্তা কর্মচারীদের অনুপস্থিত থাকা, ঘুষ গ্রহণসহ নানান অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। চাহিদা মতো নথি পাওয়ার পর বিশ্লেষন করে পরবর্তি আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।