ধাপে ধাপে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


ধাপে ধাপে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মুন্সীগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নে অস্থায়ীভাবে স্থাপিত পুলিশ ক্যাম্পটি স্থায়ী করা হবে এবং যত অবৈধ অস্ত্র রয়েছে, তা পর্যায়ক্রমে উদ্ধার করা হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় জামালপুর এলাকায় ওই অস্থায়ী ক্যাম্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় স্থানীয় সাংবাদিকরা মুন্সীগঞ্জের আলু চাষীদের সংকটের বিষয়টি তার সামনে তুলে ধরলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। আলু চাষীরা যাতে ন্যায্য দাম পায় সেজন্য আমরা আলুর মূল্য নির্ধারণ করে দিয়েছি। আলুর মূল্য নির্ধারণ করে দেওয়ার পরও হিমাগার থেকে আলু বের হচ্ছে না।”

ক্যাম্প পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম।

উল্লেখ্য, গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নে জলদস্যু ও নৌ ডাকাতদের দমন করতে গত ২২ আগস্ট জামালপুর গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্পটি চালু করা হয়। ক্যাম্প স্থাপনের তিন দিন পর, ২৫ আগস্ট, মেঘনা নদীতে ওই ক্যাম্পের কাছে পুলিশকে লক্ষ্য করে জলদস্যুরা শতাধিক রাউন্ড গুলি ছোড়ে এবং ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাটি দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নামে এবং এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×