পিআর নিয়ে মামাবাড়ির আবদার করছে কয়েকটি দল: রিজভী
- জামালপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৩০ এম, ২৮ আগস্ট ২০২৫

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কিছু রাজনৈতিক দল রাষ্ট্রক্ষমতায় অংশগ্রহণ বা পিআর (পার্টিসিপেটরি রুল) নিয়ে মামাবাড়ির আবদার করছে। কিন্তু তারা সেই পদ্ধতিতে নির্বাচন চায় না, যেটিতে সাধারণ মানুষ অংশগ্রহণে অভ্যস্ত।
বুধবার জামালপুরের দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। সমাবেশে জুলাইয়ের আন্দোলনে হতাহত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক এবং অটোরিকশার চাবি বিতরণ করা হয়।
রিজভী আরও বলেন, জুলাই আন্দোলনে বিএনপির চার শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন। অথচ কয়েকটি দল দাবি করছে, সব কৃতিত্ব তাদের। তিনি দলীয় অনুপ্রবেশকারীদের ব্যাপারে সতর্ক করে বলেন, বসন্তের কোকিলরা দলে ঢুকে চাঁদাবাজি ও অপকর্ম করছে। তাদের ঠেকাতে হবে। যারা আন্দোলনে নির্যাতিত হয়েছে, জেল খেটেছে, তারা কখনো এসব অপকর্মে জড়াবে না।
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ, সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাত। সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে রশিদুজ্জামান মিল্লাত বলেন, বর্তমান সরকার জনগণকে নির্বাচনী অধিকার থেকে বঞ্চিত করেছে। নির্বাচন নামের প্রক্রিয়াকে হত্যা করে বাংলাদেশে এক ধরনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। তবে জুলাইয়ের অভ্যুত্থান সেই স্বৈরশাসনের অবসানের সূচনা করেছে।
তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এবং সেখানে বিএনপি ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের চেষ্টা করবে। শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনে জয়ের মাধ্যমে দেশকে একটি নিরাপদ, উন্নত ও প্রগতিশীল রাষ্ট্রে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, "আমরা বিএনপি পরিবার" এর সভাপতি আতিকুর রহমান রুমন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরসহ আরও অনেকে।