
মিয়ানমার সীমান্তে চলমান সংঘাতের রেশ এসে পড়ছে টেকনাফে। সীমান্তবর্তী এলাকায় গুলিবিদ্ধ হয়ে এক রোহিঙ্গা যুবক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) ভোর চারটার দিকে তাকে হাসপাতালে আনা হয়। গুলিবিদ্ধ যুবক টেকনাফ সীমান্তের ২১ নম্বর চাকমার কুল রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা নজির উদ্দিনের ছেলে কেফায়েত উল্লা (২২)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকরা তাকে ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করেছেন। হাসপাতালে আনার সময় তার সঙ্গে ছিলেন একই আশ্রয়শিবিরের বাসিন্দা নাসির খান। তিনি জানান, রোববার রাতে বাংলাদেশ–মিয়ানমার সীমান্ত এলাকায় কেফায়েত উল্লা গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় গতকাল গোলাগুলি হয়েছে এবং সম্ভবত ওই ঘটনার মধ্যেই যুবকটি আহত হয়েছেন। তিনি জানান, পরিস্থিতি বিজিবি নজরদারিতে রেখেছে।
এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা আরও তীব্র আকার ধারণ করেছে। বিমান ও ড্রোন হামলা, মর্টার শেল নিক্ষেপ এবং বোমা বিস্ফোরণ অব্যাহত রয়েছে। গত তিন দিন ধরে মংডু টাউনশিপের আশপাশে সরকারি বাহিনী আরাকান আর্মির অবস্থানে হামলা চালাচ্ছে। পাশাপাশি স্থলপথে আরাকান আর্মি ও রোহিঙ্গাদের তিনটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে।
এই সংঘাতের প্রভাবে সীমান্তবর্তী টেকনাফ এলাকার গ্রামগুলোতে ওপার থেকে গুলি এসে পড়ছে। এতে স্থানীয়দের ঘরবাড়ি ও চিংড়িঘের ক্ষয়ক্ষতি হচ্ছে বলে জানা গেছে।
এর আগে রোববার সকালে মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে ৯ বছর বয়সী হুজাইফা আফনান নামে এক শিশু আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।