ভারত থেকে সোনামসজিদ বন্দর দিয়ে এলো ৮ টন কাঁচামরিচ
- চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৫৩ পিএম, ২৩ আগস্ট ২০২৫

অতিরিক্ত বৃষ্টি ও বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের ক্ষেত নষ্ট হওয়ায় বাজারে সরবরাহ কমে গিয়েছিল, যার প্রভাব পড়ে দাম বৃদ্ধিতে। তবে শনিবার (২৩ আগস্ট) সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানির ফলে বাজারে দাম কিছুটা কমেছে।
সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ রাতে সাড়ে ৮টার দিকে জানান, দিনব্যাপী সোনামসজিদ বন্দর দিয়ে ভারত থেকে মোট ৮ দশমিক ৪ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারের ব্যবসায়ী বুদ্দু ইসলাম বলেন, ‘‘কয়েকদিন থেকেই কাঁচামরিচের দাম ঊর্ধগতি ছিল। গতকাল কাঁচামরিচের দাম ছিল ১৮০ থেকে ২০০ টাকা। কিন্তু আজকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে মরিচ আমদানির কারণে বাজারে মরিচের দাম কমে গেছে। আজকে বাজারে মরিচ বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৬০ টাকা কেজিতে। আমদানির পরিমাণ বাড়লে মরিচের দাম আরও কমতে পারে।’’
বেসরকারি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম বলেন, ‘‘সারা দিনে ১টি ট্রাকে ৮.৪ মেট্রিক টন কাঁচামরিচ ভারত থেকে বাংলাদেশে এসেছে।’’
সমীর চন্দ্র ঘোষ আরও জানান, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সাধারণত কাঁচামরিচ আমদানি হয় না। তবে আজ অন্যান্য পণ্যের সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণ কাঁচামরিচ এসেছে।