
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ব্যালেটে সিল দেওয়া সরকার বা প্রশাসনের কাজ নয়। তিনি বলেন, “প্রশাসনের মূল দায়িত্ব হলো জনগণ যাতে ভয়বিহীনভাবে নিজের ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা।”
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকায় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
পুলিশ ও প্রশাসনের প্রতি তিনি সতর্ক করে বলেন, “আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। জনগণ আপনাদের মাথায় তুলে রাখবে। আর না হলে বেনজির ও হারুনের পরিণতি বরণ করতে হবে।” তিনি অভিযোগ করেন, “যেসব আমলা আমাদের ভাইদের হত্যাযোগ্য করে তুলেছে, যাদের আগুন সন্ত্রাসী হিসেবে মিডিয়ায় প্রচার করা হয়েছে, আজ দেখা যাচ্ছে অনেকেই তাদের বুকে টেনে নিচ্ছে।”
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “বর্তমানে দেশ দুই ভাগে বিভক্ত—একটি পক্ষ গোলামি চায়, আরেকটি পক্ষ আজাদী চায়। একটি পক্ষ ভারতের তাবেদারি চায়, অন্য পক্ষ চায় বাংলাদেশের স্বনির্ভরতা। আমরা চাই, বাংলাদেশকে কে পরিচালনা করবে, কে সরকার গঠন করবে—তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ।”
তিনি যোগ করেন, “হাসিনাকে এজেন্ট হিসেবে নিয়োগ করার মাধ্যমে বাংলাদেশকে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে একটি সাব-কন্টিনেন্ট, এক ধরনের কলোনিয়াল স্টেট হিসেবে পরিচালনা করা হয়েছে। আমরা চাই না বাংলাদেশ আবার অতীতে ফিরে যাক।”