
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অবৈধ শুল্ক কর ফাঁকি দিয়ে আনা প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার ভারতীয় শাড়িসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতের দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা অভিযান চালিয়ে ফতুল্লা থানার পাগলা বাজার সংলগ্ন এলাকা থেকে পাচারকারীসহ মালপত্র আটক করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বুধবার (৭ জানুয়ারি) জানান, “অভিযান চলাকালীন সন্দেহজনক একটি বালু ট্রাক তল্লাশি করে প্রায় ১ কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৫২০ টাকার অবৈধ ভারতীয় শাড়ি, মেহেদী, চকোলেট, বালু জব্দ করা হয়। একই সঙ্গে ট্রাক ও পাচারকারীও আটক করা হয়েছে।”
জব্দকৃত মালপত্র বংশাল সার্কেল কাস্টমস এবং ট্রাক ও পাচারকারীকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে, যেখানে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।