অচল আ.লীগের ফিরে আসার সুযোগ নেই: ভিপি নূর
- যশোর প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৩০ পিএম, ২২ আগস্ট ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ অচল হয়ে গেছে এবং তাদের দেশে আর কোনো পুনরায় ক্ষমতায় আসার সুযোগ নেই।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে যশোর টাউনহল মাঠে দলের জেলা কমিটির আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, দেশে গত ৫০ বছর ধরে কালো টাকার রাজনীতি চলে আসছে। “এই ধারা বন্ধ করে বাংলাদেশের উন্নয়নের জন্য নির্বাচনী খেলা বন্ধ করতে হবে,” তিনি যোগ করেন।
২০১৮ সালের কোটা সংস্কার থেকে শুরু করে ২০২৪ সালের রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ গঠনের আকাঙ্ক্ষা থেকেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
নুরুল হক নুর আরও বলেন, বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও বাংলাদেশে তা কমছে না। এর পেছনে পূর্ববর্তী সরকারের মতোই বর্তমান অন্তর্বর্তী সরকারের দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং ক্ষমতার লোভ দায়ী। তিনি বলেন, যারা এখনো ক্ষমতার প্রদর্শন করছেন, তাদের উচিত পতিত স্বৈরাচারদের দিকে নজর দেওয়া। “দীর্ঘদিন ধরে লুটপাটকারীরা রাজনীতিকে জমিদারী প্রথার মতো বানিয়েছিল, কিন্তু এই দেশে আর লুটপাটের রাজনীতি চলবে না।
নুর উল্লেখ করেন, পুরাতন ব্যবস্থায় নতুন রাষ্ট্র গঠন সম্ভব নয়। তিনি বলেন, নির্বাচনের আগেই রাষ্ট্র সংস্কার জরুরি। রাষ্ট্র পুনর্গঠন না করে কোনো নির্বাচন হবে না।
তিনি অভিযোগ করেন, গত ১৬ বছর ধরে শেখ হাসিনা এককভাবে দেশ শাসন করেছেন, কিন্তু শেষপর্যন্ত তিনি দুপুরের ভাতও খেতে পারেননি। নুরুল হক নুর আওয়ামী লীগকে একটি গণহত্যাকারী রাজনৈতিক দল আখ্যা দিয়ে বলেন, এই দল আর গ্রহণযোগ্য নয়।
সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ একপক্ষীয় ইতিহাস তৈরি করেছে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারও একই পথে চলছে। তিনি বলেন, একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে। জনগণের দাবি রাষ্ট্র সংস্কার এবং বৈধ নির্বাচন। তবে নির্বাচন সংস্কার ছাড়া আওয়ামী ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল। সমাবেশ পরিচালনা করেন যশোর জেলা শাখার অর্থ সম্পাদক রাশিদুর রহমান নিউটন। জেলা সভাপতিত্ব করেন বিএম আশিকুর রহমান।