এক মোটরসাইকেলে ৪ জন আরোহী, প্রাণ গেল ৩ জনের


এক মোটরসাইকেলে ৪ জন আরোহী, প্রাণ গেল ৩ জনের

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা চালতিপাড়া এলাকায়।

নিহতরা হলেন—আওলাদ হোসেন (২৩), হাবিল (২২) ও কাইয়ুম (২২)। আহত ইমন (২০) বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। তারা সবাই সিরাজদিখানের রশুনিয়া ইউনিয়নের খিলাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের ভাষ্যমতে, তারা চারজন কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তখন বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনে পড়ে যায়। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আওলাদ ও হাবিল ঘটনাস্থলেই মারা যান। কাইয়ুম ও ইমনকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি এবং আহতকে হাসপাতালে পাঠাই।”

হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আবু নাইম ছিদ্দিকি বলেন, “একটি মোটরসাইকেলে চারজন ছিলেন। বৃষ্টির কারণে তারা নিয়ন্ত্রণ হারান এবং তখনই প্রাইভেটকার চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন, হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও একজন।”

এর আগে, একই দিন সকালে শ্রীনগরের ষোলঘর এলাকায় আরেকটি প্রাইভেটকার দুর্ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়। একদিনে এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল ছয়জনের।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×