ওষুধ কিনতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা


ওষুধ কিনতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

যশোর সরকারি সিটি কলেজ ছাত্রলীগের নিষিদ্ধ সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমন ওষুধ কিনতে এসে স্থানীয়দের হাতে আটক হয়েছেন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে যশোর শহরের লালদীঘি পাড় এলাকার একটি ফার্মেসি থেকে তাকে আটক করা হয়। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে বিএনপির কার্যালয় ভাঙচুরের একটি মামলায় গ্রেপ্তার দেখায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিমন তার অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে ওই ফার্মেসিতে গেলে স্থানীয় কয়েকজন তাকে চিনে ফেলেন এবং ঘিরে ধরেন। একপর্যায়ে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বাবলু রহমান জানান, বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের একটি মামলায় রিমন সন্দেহভাজন আসামি। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তোলা হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×