৪ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার


৪ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

যশোরের নওয়াপাড়ার আলোচিত বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে ৪ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনী খুলনায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। অভিযোগ রয়েছে, তিনি এক ব্যবসায়ীকে অপহরণ করে নির্যাতন ও হত্যার হুমকি দিয়ে এই টাকা আদায় করেন। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে এই অভিযান পরিচালিত হয় বলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, জনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গত বছরের জুলাই মাসে এক ব্যবসায়ীর স্ত্রী আসমা খাতুন অভিযোগ করেন, তার স্বামীকে অস্ত্রের মুখে অপহরণ করে জিম্মি করা হয় এবং চাঁদা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। পরে তাকে বালুর নিচে বুক পর্যন্ত পুঁতে রেখে কয়েক দফায় মোট ৪ কোটি টাকা আদায় করা হয়। এ ঘটনায় আসাদুজ্জামান জনিসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠে।

চলতি বছরের ৩ আগস্ট জনিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ওসি আব্দুল আলিম জানান, “দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী মঙ্গলবার রাতে খুলনায় অভিযান চালিয়ে জনিকে আটক করে। তাকে বর্তমানে অভয়নগর থানায় রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আরও কিছু মাদক ও চাঁদাবাজির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও বলেন, “৪ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগে জনির বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৪ সালের ২১ নভেম্বর আসাদুজ্জামান জনিকে সংগঠন থেকে স্থগিত করা হয়। তিনি নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×